
হবিগঞ্জ সংবাদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পৃখক দুটি জায়গায় অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
আজ শনিবার ১১ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে মাধবপুর এস আই মমিনুল ইসলাম ও এস আই ওয়াহীদ গাজীর সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আ: জাহের মিয়ার পুত্র মো: শহিদ মিয়া ( ৩২) এবং অন্য একটি সি আর মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বর গ্রামের আবুল হোসেনের পুত্র মো:খোকন মিয়া(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক জানান,আসামীরা এলাকার চিহ্নিত মাদক কারবারী।তারা দীর্ঘদিন যাবত পলাতক ছিল।গ্রেফতারকৃত আসামীদের সততা নিশ্চিত করে আদালতে প্রেরন করা হয়েছে।
আরো পড়ুন: হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক