মাধবপুর থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর অভিযানিক দলের সদস্যরা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ১।  মাধবরপুর থানার সাতপাড়া গ্রামের মোঃ আলাই মিয়ার ছেলে  মোঃ সালমান তালুকদার (২৫),  ২। একই গ্রামের মোঃ ফোরকান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (১৮), ৩। মাধবরপুর থানার বানেশ্বরপুর গ্রামের মোঃ মজিদ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৮)।

গতকাল বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান নেতৃত্বে সঙ্গীয় ফোর্স  মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা সাকিনের মনতলা রোডের সাহাববাড়ী রাস্তার মোড়ে চাঁন মিয়া মাজারের প্রবেশ মুখের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।

পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের’কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (খ)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করে।  আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add