মায়ের অসুস্থতার খবর পেয়ে, শুটিং ছেড়ে দেশে ফিরলেন অক্ষয়

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ | আপডেট: ১২:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:  লন্ডনে রঞ্জিত তিওয়ারির সিন্ড্রেলা ছবির শুটিং করছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। হঠাৎ খবর পেলেন মায়ের অসুস্থতার। তাই শুটিং ছেড়ে দ্রুত চলে এলেন নিজ দেশে। সোমবার সকালে ভারতে পৌঁছান তিনি।

দেশে ফিরতে ফিরতেই অক্ষয়ের মা অরুণা ভাটিয়ার অবস্থার অবনতি হয়েছে। নেওয়া হয়েছে আইসিইউতে। মায়ের অসুস্থতার খবর পেয়েই নির্মাতাদের অক্ষয় জানান, যে যে সিনে তিনি নেই, সেই সিনগুলো যেন শুট করে নেন পরিচালক।

কিছুদিন আগেই মুক্তি পায় অক্ষয়ের ছবি বেলবটম। সেই ছবিরও কিছু অংশের শুট হয়েছিল লন্ডনে। সেসময় মায়ের সঙ্গে সময় কাটানো নিয়ে একটি ইমোশনাল পোস্ট করেছিলেন এ অভিনেতা। ব্যস্ত শিডিউলের মাঝে কীভাবে তিনি সময় বের করেন মায়ের জন্য সে কথাই উঠে এসেছিল ওই পোস্টে। তিনি লিখেছিলেন, ‘শুটিংয়ের মাঝেই লন্ডনে কিছুদিন মায়ের সঙ্গে কাটালাম। তুমি যত ব্যস্তই থাক, কখনও ভুলো না যে মাও বৃদ্ধ হচ্ছেন। তাই যখনই সময় পাবে মায়ের সঙ্গে সময় কাটাও।’

রঞ্জিত তিওয়ারির এ ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাকুলপ্রীত সিংকে। লন্ডনেই এ ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add