
নিজস্ব প্রতিবেদক: সত্যের পথে নির্ভিক এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা মেঘলা নিউজ ২৪.কম’এ উপদেষ্টা হিসাবে যোগদান করেছেন নগর টিভির সিলেট ব্যুরো প্রধান ও সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুল। গত সোমবার তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
এসময় তিনি বলেন, মেঘলা নিউজের সঙ্গে একাত্ব হয়ে কাজ করতে আমি বিপুলভাবে আগ্রহী। এখন থেকে এই পরিবারের একজন সদস্য হয়ে আমি কাজ করবো এটি ভীষণ আনন্দের। আমাকে উপদেষ্টা করায় আমি সম্পাদক ও প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এদিকে মেঘলা নিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক সুহিট পাল সুহিট আশা ব্যক্ত করে বলেন, শেখ মো: আবুল হাসনাত বুলবুল যোগদানের মাধ্যমে মেঘলা নিউজের ভবিষ্যৎ চলার পথ আরো সুগম হবে।