
ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: এই অন্ধকার ঘোর অমাবস্যা কেটে আবারও এই পৃথিবীর বুকে উদিত হবে সেই সোনালি উষা। সকল প্রকার দূর্যেোগ কেটে পবিত্র ঈদ-উল-ফিতরের বয়ে আনুক সবার জীবণে সুখ, শান্তি আর সমৃদ্ধ।নন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে। বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। দেশ এবং প্রবাসে অবস্থানরত মেঘলা নিউজ ২৪ ডটকম এর সকল শুভাকাঙ্খী ও সর্ব স্থরের জনসাধারণেকে জানাই ঈদের শুভেচ্ছা ও “ঈদ মোবারক”
শুভেচ্ছান্তে: সুহিট পাল সুহিট, সম্পাদক ও প্রকাশক, মেঘলা নিউজ ২৪ ডটকম শিপলু দেব, সম্পাদক, মেঘলা নিউজ ২৪ ডটকম বার্তসম্পাদক: শাহিদুল ইসলাম