মেয়ের জামাইয়ের প্রতারণায় নিঃস্ব শ্বশুর

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ | আপডেট: ৭:১১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে সাহেব আলী (৭০) নামের এক বৃদ্ধ তার নিজের মেয়ের জামাইয়ের প্রতারণায় নিঃস্ব হয়েছেন বলে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমের নিকট একটি অভিযোগ করেছেন।

সাহেব আলীর ভাষ্যমতে, তিনি নিজের সব সম্পদ সাড়ে ১২ লাখ টাকায় বিক্রি করে দেন। সেই অর্থ জামাতা কুরবান আলীর কাছে গচ্ছিত রেখে নতুন কিছু আবাদি জমি কিনে দিতে বলেন। কিন্তু তা না করে কুরবান আলী তাকে মারধর করে টাকা দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় বৃদ্ধ সাহেব আলী ঠাকুরগাঁও আদালতে একটি মামলা করেন বলেও জানান। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা তার কাছে টাকা চেয়েছেন বলে অভিযোগ সাহেব আলীর।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুরবান আলী বলেন, ‘আমাদের হক মেরে খাইছে বুড়া। টাকা নিছি তো কী হইছে? মেয়ের হক আছে তো একটা, যা বলার আমি কোর্টে গিয়ে বলবো।’

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামাদ টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কোনো টাকা চাওয়া হয়নি। বৃদ্ধ সাহেব আলী বারবার মামলার খোঁজ নিতে আসেন। আমি তাকে এতো বেশি আসতে বারণ করায় তিনি হয়তো রেগে গেছেন। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে মামলার বিষয়ে বলা যাবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add