
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামে জায়গা সক্রান্ত বিরোধের জের ধরে এক নিরিহ পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। গত ৬ সেপ্টেম্বর সোমবার সকালে সংগঠিত হামলায় শিশু নারীসহ ৪জন আহত হয়েছেন।
তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় সিলেট মেট্টোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সিলেটের মোগলাবাজার থানাধীন আকিলপুর গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের সাথে দীর্ঘদিন থেকে প্রতিবেশী মৃত ফারুক আহমদের পরিবারের জায়গা নিয়ে বিরোধ চরে আসছিলো। এর প্রেক্ষিতে মৃত ফারুক আহমদের ছেলে মাছুম (২৩) মারুফ (২৫)গংরা তাদের রাস্তা দিয়ে চলাচলে নিষেধ করে। এ নিয়ে এলাকার মুরব্বীয়ানরা সালিশ বৈঠক করেও ব্যর্থ হন।
তার জের ধরে গত সোমবার সকালে জুনেদ আহমদ রাস্তা দিয়ে ভ্যানগাড়ি করে লাকড়ি নিয়ে আসতে চাইলে প্রতিপক্ষ বাঁধা দেয়। জুনেদ আহমদ এর প্রতিবাদ করলে মৃত ফারুক আহমদের ছেলে মাছুম (২৩), মারুফ (২৫) গংরা গালি গালাজ করে মারধর করে জুনেদ আহমদকে মারাত্বক আহত করে। আহত অবস্থায় তাদেরকে স্ত্রী ঝর্ণা বেগম এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায়, জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৪। এ বিষয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।