
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণ পাড়ার মৃত কনা মিয়ার ছেলে আনা মিয়া।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে সিলাম মোহাম্মদপুর দক্ষিণ পাড়ায় বাড়ির জায়গা নিয়ে প্রতিপক্ষ আনহার, আনছার ও আকবরের হামলায় আহত হন আনা মিয়া। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত আনা মিয়ার পরিবারের লোকজন জানিয়েছেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আনা মিয়াকে পরিকল্পিতভাবে হামলা করে খুন করা হয়েছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টা তিনি জেনেছেন। আসামী গ্রেফতারে চেষ্ঠা চলছে। তবে আসামীদের গ্রেফতারে স্থানীয় ভাবে যেভাবে সহযোগিতা পাওয়ার দরকার তারা সেটা পাচ্ছেন না। বিষয়টা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।