মৌলভীবাজারের জুড়ীতে নৌকা পেতে চান ২৪ জন

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ | আপডেট: ৪:৫২:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর সাধারণ নির্বাচন। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষে ২৪ জন প্রার্থি তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

শনিবার রাতে উপজেলা কমপ্লেক্সস্থ জেলা পরিষদ ডাক বাংলোয় জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান উপস্থিত থেকে জীবনবৃত্তান্ত জমা নেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু জানান, উপজেলার ৫ ইউনিয়নে নৌকা প্রতীকের জন্য ২৪ জন প্রার্থি তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

এর মধ্যে জমা দেন- জায়ফরনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক বিদ্রোহী প্রার্থি জাকির আহমদ কালা, আওয়ামী লীগ নেতা মো: জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আহমদ ফয়সল নাহিদ, আওয়ামী লীগকর্মী ও গত নির্বাচনে নৌকার প্রতিপক্ষ প্রার্থি রফিকুল ইসলাম অফিকুল, আওয়ামী লীগকর্মী মো: জামাল উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ওয়ারিছ উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, পশ্চিমজুড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এ ছালাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য আনফর আলী, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, পূর্বজুড়ী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রহমত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ও সাবেক বিদ্রোহী প্রার্থি মইনুল ইসলাম মঈন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ ও ফ্রান্স প্রবাসী রুয়েল আহমদ, গোয়ালবাড়ি ইউনিয়নে একমাত্র প্রার্থি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, সাগরনাল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুন নুর মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আখলাছুর রহমান, উপজেলা ওলামা লীগের সভাপতি রুস্তুম আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add