মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যালয় চুরির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
মানববন্ধন

জুড়ীতে একটি উচ্চ বিদ্যালয়ে চুরির প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

জানা যায়, গত ১৪ আগস্ট রাতে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের হোছন আলী উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। কে বা কাহারা বিদ্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙ্গে ৪টি ল্যাপটপ, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ট তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান।

বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল, প্রবাসী ওবায়দুল ইসলাম রুহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, স্থানীয় বাজার কমিটির সভাপতি আতিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুস সামাদ

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add