মৌলভীবাজারের রাজনগরে সবজি ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামের লাউ ক্ষেত থেকে খয়রুন বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে  ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কদর উল্লার মেয়ে। এঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।  এদিকে ওই নারীর পরিবারের এটিকে হত্যাকান্ড বলে দাবী করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লাউ ক্ষেতের মালিক লাল মিয়াকে থানায় নিয়ে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামের কদর উল্লার মেয়ে স্বামী পরিত্যক্তা খয়রুন বেগমকে (৪৫) বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি বোনের বাড়িতে বেড়াতে গেছেন ভেবে পরিবারের লোকজন ধরে নিয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে একই গ্রামের লাল মিয়ার একটি লাউক্ষেতে তার মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে স্বজনরা সেখানে যান। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসাপাতালের মর্গে পাঠায়। এদিকে খয়রুন বেগমের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

খয়রুন বেগমের বোনের ছেলে ইউসুফ মিয়া বলেন, আমার খালা সকালে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে খবর পাই তার মৃতদেহ একটি লাউক্ষেতে পড়ে রয়েছে। আমরা মনে করছি তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে মর্গে থাকায় এখনো অভিযোগ করেন নি বলে তিনি জানান।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য লাউ ক্ষেতের মালিক লাল মিয়াকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add