
মেঘলা নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। একটানা বিকাল ৪টা অবধি চলবে ভোটগ্রহণ কার্যক্রম।
সকালে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।
উপনির্বাচনে ৮০টি ভোটকেন্দ্রে ৫৭৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার মো.আলমগীর হোসেন জানিয়েছেনম নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিয়োজিত রয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে রয়েছেন ভানু লাল রায়। এছাড়া জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ছাড়াও প্রার্থী হিসেবে লড়ছেন প্রেম সাগর হাজরা (আনারস) ও আফজল হক (ঘোড়া)।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়।