
মেঘলা নিউজ ডেস্ক: মরুর দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে আজ শনিবার ঈদ উদযাপন করেছে অর্ধশতাধিক পরিবার। এসব পরিবারের পুরুষ সদস্যরা আজ সকালে ঈদের জামাত আদায় করেন। তাদেরকে নিরাপত্তা দেয় পুলিশ।
জানা গেছে, মৌলভীবাজারের শহরের সার্কিট হাউস এলাকার একটি বাসায় ঈদের জামাত আদায় করেছেন ৬৩ জন মুসল্লি। তারা জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ তারা ঈদ উযাপন করছেন। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই বাসায় নিরাপত্তা দেয় পুলিশ।
মৌলভীবাজার জেলা পুলিশের পরিদর্শক মো. আবুল হোসেন বলেন, পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। ৬৩ জন মুসল্লি ঈদের জামাত আদায় করেন।