মৌলভীবাজারে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১ | আপডেট: ৪:২৬:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার পৌর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পৌর এলাকার সৌদিয়া বাস টিকেট কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলো- চুনারুঘাট উপজেলার শানখলা বাজার এলাকার হাবিব মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলী (২৫) ও একই উপজেলার শানখলা সুতাংপাড় এলাকার সুরুজ আলীর ছেলে শাহ আলম (১৯)।

 র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলামতসহ তাদেরকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add