
প্রেস বিজ্ঞপ্তি:: সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি, সিলেট’র কোষাধ্যক্ষ, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক, স্কলার্স কেয়ার একাডেমি, সিলেট’র সাবেক চেয়ারম্যান, তরুণ শিল্পপতি ও সমাজসেবী মোঃ নুরুল ইসলাম সুমন প্রায় দেড় মাস যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন।
তিনি গত ২৮ জুলাই যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট, ম্যানচেষ্টার এবং ওল্ডহ্যাম সিটি কর্তৃপক্ষের আমন্ত্রণে এ সফরে গিয়েছিলেন।
যুক্তরাজ্যে পৌঁছে তিনি প্রথমে ওল্ডহ্যাম সিটির কাউন্সিল অফিসে যান। এ সময় তাঁকে স্বাগত জানান কাউন্সিলর মেয়র ইলিয়েন গ্যারি। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর মেয়র আব্দুল জব্বার। পরে সিটি কাউন্সিলের আয়োজনে স্থানীয় ব্যবসায়ীদের সাথেও তার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপরে তিনি ম্যানচেষ্টার সিটি কাউন্সিল অফিসে যান। সেখানে কাউন্সিলর মেয়র ও কাউন্সিলরবৃন্দ তাঁকে স্বাগত জানান এবং পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ওখানেও স্থানীয় ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
সফরের শেষপর্যায়ে তিনি যুক্তরাজ্যের অন্যতম বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট সিটি কাউন্সিল কার্যালয় পরিদর্শন করেন। অসুস্থতাজনিত কারণে কাউন্সিলর মেয়র লুৎফুর রহমানের অনুপস্থিতিতে ওখানে ডেপুটি কাউন্সিলর মেয়র আব্দুল ওয়াহিদ তাঁকে স্বাগত জানান। টাওয়ার হ্যামলেট সিটি কাউন্সিল কর্তৃপক্ষও তাঁকে সংবর্ধনা প্রদান করে। পরে টাওয়ার হ্যামলেট-এর কাউন্সিলর মেয়র লুৎফুর রহমান সুস্থ হলে তাঁর সাথেও মতবিনিময় সভায় মিলিত হন। এতে স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিটি ৩টির স্থানীয় ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন বিষয়ে সিলেটের ব্যবসায়ীদের সহযোগিতার প্রত্যাশা করেন। পক্ষান্তরে নুরুল ইসলাম সুমনও সিলেট তথা বাংলাদেশ থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য রপ্তানীর বিষয়ে যুক্তরাজ্যের ব্যবসায়ী বিশেষ করে বাংলাদেশী বংশোদ্ভুদ ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
গত ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন।