রবিবার সিলেট আসছেন হানিফ-আহমদসহ আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১ | আপডেট: ১০:৩৯:অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: আগামী রবিবার (২২ আগষ্ট) এক সংক্ষিপ্ত সফরে পূণ্যভূমি সিলেট নগরীতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সফরকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন।

দলীয় সুত্র জানায়, আগামী রবিবার (২২ আগস্ট) বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন সিলেট সফরে আসবেন।

ওইদিন সকাল দশটায় তারা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পিরোজপুরস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে আয়োজিত শোকসভায় এবং বিকাল সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাইজগাওয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখবেন।

পরদিন সোমবার (২৩ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় যোগ দেবেন তারা।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add