রাজনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ | আপডেট: ১০:৪৫:অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষেে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম  রাজ আহমদ (২২) ।এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কদমহাটা এলাকায় ঘটনাটি ঘটে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেলের পিছনে থাকা রাজ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া অবস্থা আশঙ্কাজনক হলে পরবর্তীতে সিলেট মাউন্ট এডোরা হসপিটাল এ ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add