
মেঘলা নিউজ ডেস্ক: দেশের একমাত্র সোয়ম ফরেস্ট বা জলাবন হিসাবে পরিচিত গোয়াইনঘাটের রাতারগুলে পর্যটকবাহী নৌকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গবলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় বাগাবাড়িবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হারিছ মিয়া চৌধুরী। ফতেহপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশীদ, আব্দুল মালিক, আব্দুল মতিন, নজমুল ইসলাম, কামরুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সভায় রাতারগুলের প্রায় অর্ধ শতাধিক নৌ শ্রমিকসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রাতারগুলের মাঝের ঘাট হিসাবে পরিচিত প্রধান ঘাটে একটি গোষ্ঠির চাঁদাবাজি বন্ধ করে দরিদ্র নৌ চালকদের জীবন রক্ষার দাবি জানান। তারা বলেন, একটি মহলের চাঁদাবাজির কারণে রাতারগুলের বাগবাড়ি রামনগর এলাকার দরিদ্র নৌকা চালকরা অসহায় জীবন যাপন করছেন। তাদের নৌকা চালাতে না দেয়ার কারণে তারা আজ স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। এ ব্যাপারে প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদন করা হলেও কোন সুষ্ঠ সমাধান পাওয়া যায়নি।
বিষয়টি দ্রুত সমাধানের জন্য তারা প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।