
মেঘলা নিউজ ডেস্ক: দেশের করোনার প্রকোপ বাড়ায় দুইবার তারিখ পরিবর্তনের পর অবশেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলবে এবং বিকাল ৪টা ভোটগ্রহণ শেষ হবে ।
এ উপলক্ষে আজ রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরণ।
রোববার দুপুরে নির্বাচনী কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয় ভোটগ্রহণের উপকরণ। ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি, র্যাবের ৬ টি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে কাজ করবে।।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা এহসানুল কবীর ফেরদৌস বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হবে বলে আশা করি। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে।