লাখাইয়ে রাস্তা নিয়ে বিরোধে দু্ই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ১৫;

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২ | আপডেট: ১০:৪২:পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

লাখাইয়ে রাস্তা নিয়ে বিরোধে দু্ই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ১৫;

হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসহাক মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসহাক মিয়া ওই গ্রামের মৃত হাজী রহমান মিয়ার ছেলে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার পূর্ব বামৈ গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বামৈ পূর্ব গ্রামের শের আলী মেম্বার ও শাহ আলম গোলাপের মধ্যে দীর্ঘদিন যাবত একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইসাক মিয়া নামে এক ব্যক্তি সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টাকালে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add