লাখাইয়ে শিক্ষার মান উন্নয়নে পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২ | আপডেট: ৪:৪২:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও উন্নত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে পরিদর্শনের অংশ হিসেবে বুল্লা ইউনিয়নের বুল্লা-সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামালসহ শিক্ষকমণ্ডলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের সাথে মতবিনিময়কালে বিদ্যালয়ের সমস্যাসমূহ ও শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। শিক্ষার উন্নয়নে আরও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন ও ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীন বলেন, লাখাইয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add