
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য) মো. ফেরদৌস মিয়া চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। ইউনিয়নবাসীর চাওয়ায়, বিশেষ করে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নংসহ পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সর্বস্তরের মানুষের দাবির মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।
জানা যায়, মো. ফেরদৌস মিয়া ঝাজর গ্রামস্থ নিজ বাড়িতে সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করেন। এ সভায় তিনি আসন্ন নির্বাচনে আর মেম্বার প্রার্থী হবে না বলে ঘোষণা করেন। এসময় উপস্থিত সর্বস্তরের লোকজন তাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানান। এলাকাবাসীর পীড়াপীড়িতে অবশেষে সেই মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন ফেরদৌস মিয়া।
ওই মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ইউপি’র বর্তমান চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল। এছাড়াও ইউনিয়নের ৭, ৮ ও ৯ নংসহ পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর গণমান্য মুরুব্বিয়াণ, যুবসমাজ, তরুণসমাজ ও ছাত্রসমাজের প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইতোমধ্যে মো. ফেরদৌস মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২ নভেম্বর তা জমা দেবেন। ইলেকশন কমিশনের তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেটের ৭৭টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এদিন লালাবাজার ইউনিয়নেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।