লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১ | আপডেট: ১২:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির ৩০তম একাডেমিক কাউন্সিল সভা গতকাল শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচ্য বিষয় ছিল করোনাত্তোর পরিস্তিতি পর্যালোচনা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করা। এতে লিডিং ইউনিভার্সিটির ফল ২০২০ সেমিস্টারের রেজাল্ট অনুমোদন, ইউজিসির ম্যানুয়াল বাস্তবায়নে শিক্ষার্থীদের ইউনিক আইডেন্টিফিকেশন প্রক্রিয়া, একাডেমিক ক্যালেন্ডার ২০২২ ও বিএনকিউএফ গাইডলাইন অনুসারে সিলেবাস অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক বিষয়ে একাডেমিক কাউন্সিলকে অবহিত করেন।

সভায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ, স্টাডিজ এন্ড প্লানিং’ এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন (ইন-চার্জ) এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবিব, প্রফেসর ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন, মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, সিন্ডিকেট মনোনীয় সদস্য প্রফেসর ড. মো. জহির বিন আলম, প্রফেসর ড. এ. জেড. এম. মনজুর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিল সদস্য সচিব মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add