
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়া সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো: আবুল হাসনাত বুলবুল।
আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দ বলেন, ২৪ ঘন্টার রাজনীতিবিদ খ্যাত আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর যোগ্য নেতৃত্বের ফলে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা তাঁহার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি।
উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে পদটি শূণ্য হলে সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব অর্পণ করেন।