শাহ খুররুম ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ গঠনে অনিয়ম

এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার শাহ খুররুম ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদ গঠন করা নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরন না করে বিধিবহির্ভূত কাজ করে চলেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার স্বেচ্ছাচারী সহযোগীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বর্তমান কলেজ পরিচালনা পরিষদ গঠন করার লক্ষে পরিকল্পিত একটি নির্বাচন করার তপশীল ঘোষণা করেন। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ না করে ত্রুটি পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেন।

এতে মৃত ভোটার অভিবাবকদের অনেকেরই নাম রয়েছে। এই সবই উদ্দেশ্য প্রণোদিত। মৃত অভিবাবকদের পক্ষে শিক্ষার্থীর বর্তমান  অভিবাবকরা এব্যাপারে আবেদন করলে সেই সব আবেদন তিনি গ্রহণ  না করে অভিবাবকদের ফিরিয়ে দেন। পরিচালনা পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষর বিহিন ভোটার তালিকা কলেজের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। সেই ভোটার তালিকা দিয়েই নির্বাচন করার পায়তারা চলছে।

আরো জানা যায়, বিধিবহির্ভূত ভাবে প্রতিষ্ঠাতা সদস্য ও হিতৈষী সদস্য অধক্ষ্যের পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করার পায়তারা করছেন। এব্যাপারে এলাকাবাসির পক্ষে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আপত্তি আবেদন জমা দেন। কিন্তু উক্ত আবেদনের কোন সুরাহা না করে এলাকাবাসীর সাথে বার বার টালবাহানা  করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগামী ১৬ আগস্ট শাহ খুররুম ডিগ্রি কলেজের একতরফা  কলেজ পরিচালনা পরিষদ গঠনে ঘোষণা দেন।

এতে এলাকাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট  মুরব্বি  ও সাবেক পরিচালনা পরিষদ সদস্য হাজী মিসবাহ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ  নিয়ে গত ১০ আগস্ট  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দেখা করে উল্লেখিত  অনিয়ম সম্পর্কে  বিস্তারিত  আলোচনা করে কলেজের সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে যথাযথ প্দক্ষেপ নেওয়ার দাবী জানান।

এতেও তিনি এলাকাবাসীর সাথে টালবাহানা করে সময় ক্ষেপন করছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তার স্বেচ্ছাচারী  সহযোগীদের কবল থেকে কলেজকে রক্ষার জন্য কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতাগণ ও এলাকার সর্বস্তরের জনগণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে ১৬ আগস্টের তারিখের অনুষ্ঠিতব্য ততাকথিত নির্বাচন স্থগিতের জোর দাবী জানাচ্ছেন।

তা ছাড়া এ এলাকার জনগণ দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করতঃ নতুন ভাবে ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের তফশীল ঘোষণার দাবী জানান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add