শায়েস্তাগঞ্জে শ্রমিকের আঘাতে শ্রমিক নিহত

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

ত্রিপুরারী দেবনাথ  শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ আরএফএল কোম্পানিতে চাকুরীরত সহকর্মীর আঘাতে আরেকজন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানির ভেতরে সহকর্মীর ধারালো ইস্পাতের আঘাতে বানিয়াচং উপজেলার বাসিন্দা সুজন দাস (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মিন্টু উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে।  এদিকে এ ঘটনায় কোম্পানির কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না, তবে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add