শায়েস্তাগঞ্জ থেকে হত্যা মামলার পলাতক আসামি আটক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১ | আপডেট: ৪:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা: দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলার এক আসামিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই আসমির নাম রাসেল মিয়া (২৯)।

সোমবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালে শাল্লায় একটি হত্যা মামলার আসামি হওয়ার পর থেকে সে শায়েস্তাগঞ্জে আত্মগোপনে ছিল। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোরশেদ আলমের সত্যতা নিশ্চিত করে জানান, সে দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জে আত্নগোপনে ছিল। আটককৃত আসামিকে শাল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাল্লা থানায় ২০১৭ সালে দায়েরকৃত একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি শায়েস্তাগঞ্জ থানায় আটক হয়েছে । সে দীর্ঘ যাবৎ পলাতক ছিলো। তাকে নিয়ে আসতে আমাদের টিম শায়েস্তাগঞ্জে অবস্থান করছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add