শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেট নগরীতে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেট নগরীতে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। রোববার (২২ আগস্ট) বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের শিক্ষা ও গবেষণা সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট নেতা নিশাত সানি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘গত দেড় বছর ধরে করোনার কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের জীবন থমকে আছে। অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। তবে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো রোডম্যাপ সরকারের নেই। শিক্ষার্থীদের টিকার আওতায়ও আনতে পারেনি সরকার। এই অবস্থায় বিকল্প অবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’

তারা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছে বেতন-ফি আদায় করা হচ্ছে। যা অযৌক্তিক ও অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তা বন্ধ করতে হবে।’

করোনা প্রতিরোধে, দেশের মানুষের স্বাস্থ্যসুবিধা নিশ্চিতে এবং টিকা সংগ্রহ, উৎপাদন ও প্রদানে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দাবি করে বক্তারা দেশের সব নাগরিককে দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add