শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক-অভিভাবকদের আরো মনোযোগী হতে হবে: এমপি হাবিব

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

স্টাফ রিপোর্টার: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব শিক্ষার্থীদের মেধা ও মননশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকদের আরো মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিশু-কিশোরদের সঠিকভাবে যত্ম নিলে এবং যথাযথ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে দিলে ওরা দেশের সম্পদে পরিণত হবে

২২ অক্টোবর শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের লামাগঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৬৬ লাখ ৮২ হাজার টাকা এবং মল্লিকপুর হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার টাকা অর্থায়নে ৪ তলা ভিত্তি বিশিষ্ট দু’তলা পৃথক দু’টো নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এমপি হাবিব।

 

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলি ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রুমান, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীন উদ্দিন ও হাসিরাণী দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শওকত হোসেন শামীম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, হাজী লুদু মিয়া, জয়নাল আহমদ, সাব্বির আহমদ, টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিন আলী, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add