‘শিরোনামহীন’ বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড। দেশজুড়ে এই ব্যান্ডের তুমুল জনপ্রিয়তা। এবার গান দিয়ে মাতিয়ে তুলতে সিলেটে আসছে শিরোনামহীন।
শিরোনামহীন ব্যান্ডকে সিলেটে আমন্ত্রণ জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব’। ফ্লেইমসের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে ‘দ্য ইনভিনসিবল ডিকেড’ নামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।
এই অনুষ্ঠানেই গান পরিবেশন করবে শিরোনামহীন ব্যান্ড। সঙ্গে থাকবেন ফ্লেইমসের সদস্যরাও।
আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠানটি শুরু হবে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে।
যে কেউ টিকেট কেটে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। টিকেটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অনুষ্ঠানস্থলেই পাওয়া যাবে টিকেট।