শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে ৬০ বছরের বৃদ্ধ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১ | আপডেট: ৬:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলায় ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে সিদ্দিক সরদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার সিদ্দিক সরদার উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল গনি সরদারের ছেলে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন মামলার বরাত দিয়ে বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটি তার খালার বাসায় থাকে। কয়েক মাস আগে শিশুটির খালা প্রতিবেশীর বাড়িতে যান।

এ সুযোগে তার শ্বশুর সিদ্দিক সরদার শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। এরপর বিভিন্ন সময় ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ করতেন সিদ্দিক সরদার।

ওসি মো. আফজাল হোসেন আরও বলেন, রোববার রাতে সিদ্দিক সরদার ওই শিশুকে আবারো ধর্ষণ করেন। এ সময় তার পুত্রবধূর হাতে ধরা পড়ে যান। রাতেই শ্বশুরের বিরুদ্ধে থানায় পুত্রবধূ মামলা করেন।

এরপর সিদ্দিক সরদারকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add