শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাদির শাহ

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১ | আপডেট: ১১:৩৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:  ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না নাদির শাহ। দীর্ঘ লড়াই শেষে অবশেষে হার মানলেন। না ফেরার দেশে চলে গেলেন এ ক্রিকেট আম্পায়ার।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি নিশ্চিত করে নাদির শাহর বড় ভাই সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহ জানান,  গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

হাসপাতাল থেকে নাদির শাহ মরদেহ তার ধানমণ্ডির বাসায় নেওয়া হয়েছে। আজ জুমার পর হবে তার জানাজা।

২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগে আম্পায়ারিংয়ের সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদির শাহ। পরে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে ক্যান্সার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি। পৃথিবীর মায়া ত্যাগ করে সেখান থেকেই নিলেন চির বিদায়।

২০০৬ সালে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে ৩টি টোয়েন্টি ও ৪০টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেন নাদির শাহ।

আশির দশকে ঘরোয়া ক্রিকেটে খেলেন তিনি ভিক্টোরিয়া, বিমান, আবাহনী ও মোহামেডানের হয়ে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add