শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমায় অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১ | আপডেট: ৬:২৩:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৯ আগস্ট) বৃহস্পতিবার দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক জোট-২০৯৭ এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শাহ্ দেলোয়ার আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন ও মৌলভীবাজার লাইন উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সিলেট জেলা সি.এন.জি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট জেলা সি.এন.জি অটোরিক্সা শ্রমিক জোট-২০৯৭ এর সভাপতি মতছির আলী, এছাড়াও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মন্নান, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম রফিক, লিটন আহমদ, সুজন আহমদ, আলেক খাঁন, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল জলিল, সেবুল আহমদ, মুহিবুর রহমান এপল, মানিক মিয়া প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, শোকের মাস আগস্ট, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষের জীবনমান বিপর্যস্থ হয়ে উঠেছে। এমন মহামারী করোনাকালীন সময় ও শোকের মাস আগষ্টে যেনো পরিবহণ শ্রমিকদের উপর নেমে আসে মরার উপর খারার ঘাঁ। নিম্ন আয়ের সিএনজি অটোরিক্সা শ্রমিকদের স্বাভাবিক জীবন-যাপন এখন অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। একদিকে মহামারী করোনার প্রভাব অন্যদিকে পুলিশী হয়রানি এ যেনো হাত পা বেঁধে সমুদ্রে সাঁতার কাটার মতো অবস্থা শ্রমিকদের। তাই খেটে খাওয়া পরিবহণ শ্রমিকদের প্রতি সু-নজর দেওয়ার জন্য প্রশাসনের সকল মহলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্যে জাকারিয়া আহমদ বলেন সিলেট-৩ আসনের উপ-নির্বচনে প্রধানমন্ত্রীর একজন মানবিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করেছেন। হাবিবুর রহমান হাবিব একজন সমাজসেবী ও মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করা হলে এলাকার চিত্র পাল্টে যাবে। তাই সিলেট-৩ আসনের নায্য দাবি-দাওয়া বাস্তবায়নে হাবিবুর রহামানকে নির্বাচিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add