
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-৭০৭ এর নেতৃবৃন্দ।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর সার্কিট হাউজে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির খান ও আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সদস্য রাজা আহমদ রাজা, লিটন আহমদ, এম বরকত আলী, শ্রমিক ইউনিয়ন জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক শিবলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুুফ প্রমুখ।
সংবর্ধনাকালে সংবর্ধিত অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান (এমপি) বলেন, মহামারি করোনাকালীন সময় সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপর্যয়ে পড়েছিল পরিবহন শ্রমিকরা।
করোনাকালীন সময়ে অসহায় হয়ে পড়া শ্রমিকদের বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার যতবারেই ক্ষমতায় আসে পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে। তিনি আরো বলেন, পরিবহন শ্রমিকদের হয়রানি না করে তাদের প্রতি সহনশীল হওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।