
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ওই নারীর নাম মনোয়ারা বেগম (৪০)।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে পৌর শহরের টু স্টার আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় হোটেলের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানায় নিয়েছে৷
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মনোয়ারার বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নে। তবে তিনি শহরের সোনার বাংলা সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন৷ মনোয়ারা টু স্টার হোটেলে ধোঁয়া-মোছার কাজের পাশাপাশি লেবুর পাইকারী ব্যবসা করতেন৷
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে৷