শ্রীমঙ্গলে চালের পানি পড়াকে কেন্দ্র করে বিবাদ, নিহত ১

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ৩:১১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন এলাকায় বাড়ীর সীমানা নির্ধারণ ও চালের পানি পড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানা গেছে । নিহত ওই ব্যক্তির নাম নিপেন বোনার্জি। শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুঁড়ি চা বাগানের ১১ নং লাইনে ঘটনাটি ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে নিহত নিপেন বোনার্জির সাথে তার প্রতিবেশী হরেন্দ্র বোনার্জি (৪৫) ও অতুল বোনার্জি (৩৫) এর সাথে বাড়ীর সীমানা ও বাড়ির চালের পানি পড়া নিয়ে ঝগড়া হয়, ঝগড়ার এক পর্যায়ে নিহত নিপেনের স্ত্রী এগিয়ে গেলে অভিযুক্ত হরেন্দ্র ও অতুলের স্ত্রীরা মারামারিতে লিপ্ত হন।

ঘটনার এক পর্যায়ে অভিযুক্ত হরেন্দ্র ও অতুল বোনার্জি নিহত নিপেন বোনার্জিকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় ইউপি সদস্যসহ অন্যরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার দিন সন্ধ্যার পর থেকে নিহত নিপেন বোনার্জির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং রাত এগারোটার দিকে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা অভিযুক্ত হরেন্দ্র ও অতুলকে থানায় নিয়ে এসেছি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add