
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার কম্বল পেয়েছেন শীতার্ত মানুষ৷
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভাসমান মানুষ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ৷
মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসনের টিমটি শহরের বিভিন্ন সড়কে ঘুরে ভাসমান মানুষ, মার্কেটের নিরাপত্তা প্রহরী এবং বিভিন্ন বিপণী বিতানগুলোর সামনে শুয়ে থাকা মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বলগুলো উপহার হিসেবে তুলে দেন৷
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া কম্বলগুলো আমরা প্রকৃত শীতার্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে মধ্যরাতে বেরিয়েছি৷