
মেগলা নিউজ ডেস্ক:: শ্রেষ্ঠ ডিসি মনোনীত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. সোহেল রেজা পিপিএম (দক্ষিণ-বিভাগে)। মঙ্গলবার এসএমপি’র ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ নাম ঘোষণা করেন।
এসএমপি’র কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য ওসিদের নির্দেশ প্রদান করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। করোনা মহামারী প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে ও জনসাধারণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসএমপি কমিশনার এসময় সরকার ঘোষিত লকডাউন এর নির্দেশনাবলী যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সচেষ্ট থাকা এবং মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ-বিভাগে (ডিসি) মো. সোহেল রেজা নিষ্ঠাবান এ কর্মকর্তা কর্মকালীন সময়ে ভালোবাসা, সাহসিকতা, আন্তরিকতা, কর্মদক্ষতা ও সাহসিকতায় উজ্জল হচ্ছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি।
মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ-বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনগণের শান্তি ও নিরাপদময় জীবন গড়ে তোলার লক্ষ্যে অবিচল দায়িত্ব পালনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ ডিসি পুরষ্কৃত হলেন।
দক্ষিণ-বিভাগে সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে ডিসি সোহেল রেজা বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারে মনোনীত করার জন্য সিলেট মেট্রোপলিটন সুযোগ্য পুলিশ কমিশনার নিশারুল আরিফ মহোদয়সহ ঊর্ধ্বতন সকল অফিসার মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।