সংগঠনবিরোধী কাজের জন্য সিলেট জেলা পরিবহণ শ্রমিকনেতা আনোয়ার বহিস্কার

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ | আপডেট: ৪:২৮:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন খানকে বহিস্কার করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সংগঠনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কারাদেশ দেওয়া হয়।

বর্তমান কার্যকরি পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচার, আন্দোলন সংগ্রামে বিরোধিতা এবং শ্রমিক ইউনিয়নের স্বার্থবিরোধী কাজের জন্য সংগঠনের সংবিধানের ২৬নং ধারায় গত ২৮ আগস্ট কার্যকরি পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে এই পদ থেকে বহিস্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন উল্লেখ করেন, আজ থেকে সংগঠনের সকল ধরনের কার্যক্রম থেকে আনোয়ার হোসেনকে বিরত থাকতে নির্দেশ প্রদান কর করা হয়েছে এবং তার সাথে শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কাজ কিংবা লেনদেন না করার জন্য সকল শ্রমিক নেতৃবৃন্দের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add