সম্মানহানীর জন্য প্রবাস থেকে অপপ্রচার, সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ | আপডেট: ৬:২২:অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের কানাইঘাটে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তির পরিবারের সম্মানহানীর জন্য প্রবাসে থেকে একই এলাকার মো. ফয়েজ নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কানাইঘাটের আমরপুর গ্রামের আব্দুর রব।

লিখিত বক্তব্যে আব্দুর রব বলেন, আমরপুরের মৃত হাজী আবুল হোসেনের পুত্র সাহাবুদ্দিন গংদের সাথে আমাদের পরিবারের জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা দীর্ঘদিন ধরে চলছে।

এই বিরোধের জের ধরে সাহাবুদ্দিনদের নিকট আত্মীয় একই গ্রামের মৃত আব্দুল হোসেনের পুত্র প্রবাসী মো. ফয়েজ তার ফেইসবুক আইডি থেকে আমাদের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য মনগড়া নানা অপপ্রচার চালাচ্ছে। ফয়েজ আহমদ গত ১৫ জুলাই তার ফেসবুক আইডিতে লেখে আমরপুর গ্রামে নাকি ডাকাতি সংঘটিত হয়েছিল এবং এ ঘটনায় আমার নাতি বাবুল মিয়ার নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায়। যা সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক। প্রকৃতপক্ষে ওইদিন আমরপুরে এ ধরনের কোন ডাকাতি সংঘটিত হয়নি। আমাদের পরিবারের সম্মানহানীর উদ্দেশ্যে ভুয়া তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

তিনি বলেন, আমার নাতি বাবুল মিয়া (৩০) দীর্ঘ দিন কাতার ও সৌদি আরব থাকার পর প্রায় আড়াই বছর পূর্বে দেশে আসে। দেশে এসে কিছুদিন স্থানীয় বাজারে ব্যবসা করে। বর্তমানে সে আবারও বিদেশ যাওয়ার জন্য চেষ্টায় রয়েছে। মহামারি করোনা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। বাবুল মিয়া এলাকায় ক্রীড়াপ্রেমিক ও সংস্কৃতিমনা হিসেবে পরিচিত। গরিব অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থেকে সমাজসেবা করে আসছে। যে কারণে এলাকায় তার অনেক গ্রহনযোগ্যতা রয়েছে। তার এই ভালো অবস্থান অনেকে মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে এ ধরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add