
নিজস্ব প্রতিবেদক : সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতীক হচ্ছে লাঙ্গল। এবার দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গলকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ মানুষের মঙ্গল হবে।
আজ শুক্রবার (২০ আগস্ট) দিনভর দক্ষিণ সুরমার জালালপুর বাজারে গণসংযোগ ও নিজ জালালপুর এবং বাদেশপুরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন থেকে এলাকার মানুষের সুখেদুখে পাশে রয়েছি। মানুষ আমাকে ভালবাসেন। আমি বিশ্বাস করি একটিবারের জন্য হলেও মানুষ আমাকে নির্বাচিত করবেন। কথা দিচ্ছি আমানতের খেয়ানত করবোনা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান ছুফন, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মিলন মেম্বার, জাতীয় পার্টি নেতা ছানাউল হক ছানা, আতিকুর রহমান, এজমান আলী, সাহেদ আহমদ, মাছুম আহমদ, বেলাল আহমদ, সাইদুর রহমান, মুজিবুর রহমান, ফারুক আহমদ, আব্দুল জলিল, সমুজ মিয়া প্রমুখ।