
নিজস্ব প্রতিবেদক:সিলেটের ওসমানীনগর উপজেলায় নিজ ঘরে ফাঁস দিয়ে জলি বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জলি বেগম গোয়ালাবাজার ইউপির কচপুরাই গ্রামের আমির আহমদের স্ত্রী। জলি ও আমিরের ৯ বছর ও ৬ মাস বয়সী দুটি সন্তান রয়েছে। তারা তেরহাতি এলাকায় ছয়ফুক বিবির বাসায় ভাড়াটিয়া হিসেবে বাস করছিলেন।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে শুক্রবার রাতে জলি বেগম ঘরের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক শনিবার (২ অক্টোবার) বিকেলে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে জলির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জলি বেগম কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে জানান ওসি শ্যামল বণিক।