
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইছাক আলীর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ মেয়ে ও ২ ছেলে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। বেশ কিছুদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাবুল নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছাক আলী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার আছরের নামাজের পর বাবুল নগর জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা ইছাক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু প্রমুখ।