
নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষ উপলক্ষে সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে অস্বচ্ছল আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৬ আগস্ট নগরীর আখালিয়াস্থ সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার অস্বচ্ছল আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটান্ট এ.এস.এম এনামুল হক, উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার, প্রশিক্ষিকা এমি বেগম, উপজেলা/ ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন ভিডিপি দলপতি, দলনেত্রীগণ।
খাদ্য সামাগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিঁয়াজ, সাবান ইত্যাদি।
সিলেট জেলার ১৩ উপজেলা ও মেট্রোপলিটন এলাকার ১১৪০ জন অস্বচ্ছল আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে সিলেট রেঞ্জের উপ-পরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী’র নির্দেশনা ক্রমে জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের নেতৃত্বে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম চলছে।
দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শৃঙ্খলা, নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের যে কোন দুর্যোগময় সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছে। তার আদর্শকে লালন করে শোককে শক্তিতে পরিণত করে সবাইকে দেশের জন্য কাজ করার আহবান জানান জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।