
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন এলাকা থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট মো.শামীম (৪৮) ও তার স্ত্রী শেফালী বেগম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.শামীম ও শেফালী বেগম বড়শালা এলাকার নয়াবাজারের বাসিন্দা।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিমানবন্দর থানাধীন নয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকালে তাদের দেহ তল্লাশী করে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয় লব্দ ২ হাজার ৪৬৩ টাকা জব্দ করা হয়। মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪, তাং-১৯/১০/২০২১খ্রিঃ। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে ।