
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে হঠাৎ করে মৃতের সংখ্যা বেড়ে গেছে। গেল বেশ কয়েকদিন মৃত্যুতে লাগাম থাকার পর সর্বশেষ চব্বিশ ঘন্টায় মারা গেছেন ৭ জন। একই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা অবশ্য কমে ১০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ৬ জন ও হবিগঞ্জের ১ জনের মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭১ জন।
এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৯ জন। মৌলভীবাজারে ১ জন রোগী ধরা পড়েছেন পরীক্ষায়। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী মেলেনি।
৮৪৫ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১.১৮ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬২৬ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮১৪ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৪৫ জন। সুনামগঞ্জের ৬২৪০ জন, মৌলভীবাজারের ৮১০৯ জন ও হবিগঞ্জের ৬৬৩২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৪ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ২২৬ জন।
তিনি আরও জানান, বর্তমানে ৫১ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।