
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসের দাপট এখন আর নেই। গেল প্রায় মাসখানেক ধরেই সংক্রমণের হার প্রায় নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। নেই আগের মতো মৃত্যুরও আস্ফালন। এরকম অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর চাপও নেই। করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হাসপাতালের শয্যাগুলো এখন অনেকটাই ফাঁকা।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে করোনা রোগীদের জন্য ৪৮৭টি শয্যা আছে।
কিন্তু বর্তমানে এসব শয্যার মধ্যে ৪৬টি শয্যায় করোনাক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকি শয্যাগুলো খালি পড়ে আছে।
এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫০ শয্যার করোনা ইউনিটে সন্দেহজনক আক্রান্ত হিসেবে ৬২ জনকে ভর্তি রাখা হয়েছে।
এদিকে, সিলেটে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।