সিলেটে করোনা শনাক্তের হার সাত মাসের মধ্যে সর্বনিম্ন!

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ | আপডেট: ২:৩১:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। শনাক্তের হার ১ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছে নিয়মিত। সর্বশেষ চব্বিশ ঘন্টায় রোগী শনাক্তের হার ১.১১। যা গত প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে আরো একজন করোনা রোগী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলার একজন মারা গেছেন। তাকে নিয়ে মৃতের সংখ্যা এখন ১১৬৮ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৫ জন, মৌলভীবাজারে ১ জন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী মেলেনি।

৮০৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ১.১১।

এরও আগের চব্বিশ ঘন্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল) শনাক্তের হার ছিল ১.১৫। গত রোববার শনাক্তের হার ছিল ১.১৮।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬৬৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮২২ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৭৩ জন। সুনামগঞ্জের ৬২৪২ জন, মৌলভীবাজারের ৮১১৬ জন ও হবিগঞ্জের ৬৬৩৪ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৩৪৪ জন।

তিনি আরও জানান, বর্তমানে ৪৮ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add