সিলেটে কোম্পানীগঞ্জ থেকে ১০ জুয়ারি আটক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১ | আপডেট: ৬:০৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল গ্রামে জুয়ার আসর থেকে ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ।এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে গত ১৮ আগষ্ট এই এলাকার পুটামারা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছিল পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া, এএসআই মোদারিছ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার নতুন পারকুল গ্রামের ফজর আলী পুত্র মো. ছায়েদ (৩৫), মৃত মকদ্দছ আলীর পুত্র মো. আজির (৪২), মৃত আঃ ছোবাহান পুত্র কুটি মিয়া (৪৬), মো. আশিক মিয়ার পুত্র মাছুম আহমদ (১৯), নজির উদ্দিনের পুত্র , তাজুল ইসলাম (২৬), যুগীরগাঁও গ্রামের মৃত মনফর আলীর পুত্র মোঃ শামসুদ্দিন (২৮), কালা মিয়ার পুত্র জামাল উদ্দিন (৩৭), সমুছ আলীর পুত্র মাসুক আলী (২৭), মনফর খানের পুত্র রুহুল খাঁন (২৫), এবং জালালাবাদ থানার নোয়াগাঁও হেংলাকান্দি গ্রামের মৃত ঠাকুর মিয়ার পুত্র মো. তাজউদ্দিন (৩২) কে আটক করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিদিন নতুন পারকুল গ্রামের কয়েকজন জুয়ারির মাধ্যমে এখানে জুয়ার আসর বসত। কোম্পানীগঞ্জ, ছাতক, জালালাবাদ, গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলা থেকে লোকজন এখানে আসত জুয়া খেলার জন্য। বিভিন্ন সময় নিষেধ বাধা দিয়েও তাদের জুয়া খেলা থেকে বিরত রাখা যায়নি। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল এ বিষয়ে বলেন, গ্রেফতার জুয়ারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করে দেয়। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add