সিলেটে গণটিকা কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে আনসার-ভিডিপির সদস্যরা

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ | আপডেট: ১২:২৬:পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা ভাইরাস রোধকল্পে গণটিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার সহযোগিতায় আনসার-ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আজ সোমবার  (৯ আগস্ট) গণটিকাদান কর্মসূচি ৩য় দিনে সিলেট জেলার উপজেলা, ইউনিয়ন ও সিটির ওয়ার্ড হতে শুরু করে বিভিন্ন পর্যায়ে স্থাপিত বুথ সমূহে টিকা প্রদানে সহযোগিতায় লোকজনের সারিবদ্ধভাবে লাইন করে দাড়িয়ে সিরিয়াল করা, বয়স্ক-বৃদ্ধদের আগে টিকা প্রদানে, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আনসার-ভিডিপি বাহিনীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করেন।

সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী এ বিভাগের চার জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টদের টিকা দান কর্মসূচী বাস্তবায়নে শৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে আনসার/ ভিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েনের নির্দেশ প্রদান করেন।

এর প্রেক্ষিতে সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সহযোগিতায় জেলার ১৩ উপজেলায় ১০৫ টি ইউনিয়নে ও সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডে মোট ৩৭৮টি বুথের জন্য ১১৩৪ জন বাছাই করে বাছাইকৃত সদস্যদের শারীরিক যোগ্যতা ভিত্তিতে সদস্য সদস্যাদের প্রতি ইউনিয়নে ০৬জন পুরুষ সদস্য ও ০৩জন মহিলা ভিডিপি সদস্যা এর মধ্যে প্রতিটি বুথে ০২ জন পুরুষ সদস্য ও ০১ জন মহিলা সদস্যাসহ ০৩ জন ভিডিপি সদস্য-সদস্যা টিকা প্রদানে সহযোগিতায় মোতায়েন করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী সিলেট রেঞ্জ কার্যালয় যোগদান করে আনসার-ভিডিপি সংগঠনের সদস্যদের করোনা ভাইরাস সংক্রমন ব্যধি থেকে নিজে সাবধান ও অপরকের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান, লকডাউন বাস্তবায়ন, টিকা গ্রহণ ও অপরকে টিকা নিতে উদ্বোধন করণ, সরকারী স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার ও বাড়ী থেকে বাহির নাহওয়ার কথা তিনি উল্লেখ করেন।

গণটিকাদান কর্মসূচি সুষ্ঠভাবে পালনে সিলেট আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সার্বিক তত্ত্বাবধান করেন এবং সহযোগিতায় সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ টিকা কেন্দ্রগুলিতে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্বপালন দেখার জন্য পরিদর্শন ও তদারকীয় পালন করেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add